৪৩ বছরের ইতিহাসে প্রথম নারী ডিসি পাচ্ছে জামালপুর
দেশের নয়টি জেলায় নতুন জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগাদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জনপ্রসাশন মন্ত্রনালয়ের এই আদেশ জারি করা হয়। এতে জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মুর্শেদা জামান। এর মাধ্যমে ৪৩ বছরের ইতিহাসে প্রথম নারী ডিসি পাচ্ছে জামালপুর। মুর্শেদা জামান অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে একই আদেশে নিয়োগ দেওয়া হয়েছে ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে। ২০১৯ সালের ২৬ আগস্ট জামালপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন মোহাম্মদ এনামুল হক।
উল্লেখ্য, ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামালপুরকে বাংলাদেশের ২০তম জেলা হিসেবে ঘোষণা করেন। এই জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন মো: নুরুল ইসলাম। সেখান থেকে গত এ পর্যন্ত প্রায় ২৫ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করলেও এই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মুশের্দা জামান।