দেওয়ানঞ্জে বালু উত্তোলন বন্ধে ইউএনওর অভিযান
দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামে বেআইনিভাবে নদীর তলদেশ হতে বালু উত্তোলন বন্ধে আজ সকাল ১১ ঘটিকা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আগেই সবাই পালিয়ে যায়। তবে বালু তোলার কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়। কয়েকটি বালু ভর্তি ট্রাকের চালকের কাছ থেকে ট্রাকের চাবি নিয়ে চালক কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
উপজেলার অধিকাংশ ইউনিয়নে বালু উত্তোলন চলছে এসব বালু উত্তোলন করায় প্রতিবছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে । জেলা প্রশাসন এর পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও নিয়োমিত মনিটরিং এর অভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছেনা। উপজেলা নির্বাহী অফিসার প্রতিবেদক কে জানিয়েছেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং বালু খেকোদের হাতে যমুনা নদীকে ছেড়ে দেওয়া হবেনা বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।