দেওয়ানগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
মো: বায়েজিদ, দেওয়ানগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে পৌর শহরের উন্মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ গোলাম মোরশেদ এর সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি কারী আক্কাস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক এইচ এম সুলতান মাহমুদ সিরাজী।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আবুল হাশেম, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ ইলিয়াস উদ্দিন আজাদ, মাওলানা মাহবুব শাহ জিহাদী, ডাঃ জাহিদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন , হাফেজ জাকির হোসাইন, হাফেজ নূরে আলম, হুমায়ুন কবির, মোহাম্মদ তারেকুল ইসলাম সহ আরো অনেকে।