
জামালপুরের ভাষা
জামালপুর জেলায় কি ব্যবহৃত হয় আলাদা স্থানীয় ভাষা? সত্যি বলতে যদিও একেবারে আলাদা বলা যায় না তবে রয়েছে স্বতন্ত্র উচ্চারণভঙ্গি এবং এক বৃহৎ অনন্য শব্দভান্ডার যা মূল বাংলাভাষার ভান্ডারে যোগ হয়নি সেভাবে। এবং কয়েকটি উপজেলার বেলায় বলা যায় তা। যেখানে অসংখ্য স্থানীয় শব্দের ব্যবহার এখনো মূল বাংলা ভাষায় যুক্তই হয়নি। সাহিত্যে তেমন ব্যবহার পরিলক্ষিত না হওয়ায় আর ঢাকা কেন্দ্রিক শুদ্ধ রুপ ধীরে ধীরে প্রবেশ করায় এই অঞ্চলের স্থানীয় ভাষা ও শব্দভান্ডারের শব্দগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা এমন কিছু সংরক্ষনের চেষ্টা করছি এখানে।
আংগ : আমাদের
গুনার: রাস্তা
যায়ানছি : যাচ্ছি
ততা: গরম