জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকামকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থরক্ষার লক্ষ্য নিয়ে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পৌর সুপার মার্কেটে মিডিয়া ক্যাম্পাস কার্যালয়ে এই কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী ও দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, কোষাধ্যক্ষ বিজয় টিভির জুয়েল রানা, দফতর সম্পাদক এনটিভির আসমাউল আসিফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলা টিভির নূর মো. ফজলুল করিম কাওছার, তথ্য ও প্রকাশনা সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাইমুম সাব্বির শোভন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে বিটিভির জেলা সংবাদ প্রতিনিধি মোস্তফা বাবুল, সময় টিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন, বাংলা টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন।