স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। – শামসুর রহমান
২৬শে মার্চ ১৯৭১ থেকে ২৬শে মার্চ ২০২১। মাঝখানে কেটে গেছে ৫০ টি বছর। বাংলাদেশ নামটি আপন মহিমায় অনন্য জায়গা শক্তিশালী করে নিয়েছে তার আপন মহিমায়। আমরা আমাদের ভূখন্ডে নিজের স্বাধীনতা, স্বকীয়তা ও স্বনির্ভরতায় এগিয়ে যাচ্ছি দৃপ্ত পায়ে। আমাদের অসংখ্য অপ্রাপ্তি আছে, অসংখ্য অসংগতি আছে, কিন্তু একটি মাথা উচুঁ করে বাঁচা জাতি হিসেবে আমরা আমাদের পরিচয় ভুলিনি। যাদের রক্তে ভুখন্ড পেয়েছি, যাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে এই ভূখন্ডে একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে এতদূর এসেছি তাদের প্রতি কৃতজ্ঞতা। বিনম্র শ্রদ্ধা। যদিও কোন ভাষা দিয়েই তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করা যাবেনা। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখার মাধ্যমেই কেবল আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি।
স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে এসে আমরা হয়ে উঠব আরো দায়িত্বশীল। দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব পালনের অঙ্গীকার হোক এই দিনের প্রত্যয়। যেকোন অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হোক দীপ্ত। কোন অপশক্তিই যেন আমাদের অধিকারকে আর ভূলুন্ঠিত করতে না পারে। সবাইকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির রক্তিম শুভেচ্ছা।