জামালপুর

ভাই বলে ডাকলে খুশী হব- সাংবাদিকদের জামালপুরের নবাগত জেলা প্রসাশক

নিজস্ব প্রতিনিধি: আমি প্রজাতন্ত্রের একজন সেবক, তাই আপনরা আমাকে স্যার বলে ডাকবেন না, আমাকে ভাই বলে ডাকলেই আমি বেশি খুশি হবো জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন আহ্বান করেছেন নবাগত জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,  আপনাদের লেখনি, সংবাদ প্রচারের মাধ্যমেই আমি এই জেলার চিত্র দেখতে পাবো। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে এই জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা।

জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম. এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, সাংবাদিক ইউসুফ আলী, শুভ্র মেহেদী, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা, জাহিদুর রহমান উজ্জল, শাহ্ জামাল প্রমুখ। এ সময় উপস্থিত সাংবাদিকরা জামালপুর জেলার সবচেয়ে বড় প্রাকৃতি দুর্যোগ বন্যা, নদী ভাঙন ছাড়াও চরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকদের সংবাদ প্রচারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সহযোগিতার জন্য আমার অফিসের দরজা এবং ফোন সার্বক্ষণিক খোলা থাকবে, যে কোন প্রয়োজনে আপনারা আমার সহযোগিতা পাবেন।   

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *