জেলার আনাচে কানাচে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পলায়নের পর বিজয়ের আনন্দে ভাসছে পুরো জাতি। জামালপুরের বিভিন্ন এলাকায়ও চলছে মিষ্টি বিতরণ, কোলাকোলি ও আনন্দ মিছিল। বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, সদর, সরিষবাড়ির ইউনিয়নগুলোতে, বাজার ও সড়কে হয়েছে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ। “হই হই রই রই, খুনী হাসিনা গেলি কই”, “খুনী হাসিনার বিচার চাই” বলে স্লোগান দেওয়া হয় বিভিন্ন জায়গায়।
Please follow and like us: