দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজ আপনের জিপিএ-৫
দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌকাঘাটে নৌকা থেকে পড়ে যমুনায় নিখোঁজ মো. আপন (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন মো. আপনের জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৪ জুন দুই বন্ধুর সঙ্গে যমুনা নদী দেখতে বাহাদুরাবাদ ঘাটে গিয়েছিল আপন। সেখানে থাকা একটি নৌকায় উঠে কিনারায় দাঁড়িয়ে সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায় সে। এরপর ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালায়। কিন্তু কয়েকদিন অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস অভিযান স্থগিত করে।
আপনের বাবা মহিউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে জানান, এসএসসি পরীক্ষা দিয়ে সে বলেছিল, “বাবা, আমি ভালো রেজাল্ট করব।” সত্যিই সে ভালো রেজাল্ট করেছে। কিন্তু আজ সে আমাদের মাঝে নেই। তার জন্য পরিবারের সবাই প্রায় পাগল হয়ে গেছি। রেজাল্ট শোনার পর তার মা-ও কান্নাকাটি করছে।’