জামালপুর

জামালপুরে মুক্তিযোদ্ধা হত্যা মামলা: ওসি ও দুই পুলিশ সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারীকে পিটিয়ে হত্যা মামলায় রেলওয়ে থানার ওসি ও দুই পুলিশ সদস্যসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরচন্দ্র মজুমদার,  সহকারী উপপরিদর্শক (এএসআই) সোরহাব আলী, কনস্টেবল তপন বড়ুয়া, জামালপুর রেলওয়ের টিসি আনিছুর রহমান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জামালপুর বিশেষ আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে  বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারীকে পিটিয়ে গুরুতর আহত করেন ওসিসহ পুলিশ সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল বারীর ছোট ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র মাজহারুল ইসলাম বাবু ২০১৬ সালের ১১ জুলাই সকাল সোয়া ৫টার দিকে রাজশাহী যাওয়ার উদ্দেশে জামালপুর স্টেশনে আসেন। ৫ আপ ট্রেনে তাঁর রাজশাহী যাওয়ার কথা ছিল। কিন্তু টিকেট থাকা সত্ত্বেও জিআরপি পুলিশ সদস্যরা তাঁকে আটক করে টিকেট কালেক্টারদের কক্ষে আটকে রাখেন। অন্য লোকদের মাধ্যমে খবর পেয়ে মুক্তিযোদ্ধা আবদুল বারী ছেলেকে ছাড়িয়ে আনতে দুপুর ১২টার দিকে স্টেশনে যান।

স্টেশনে ছেলেকে ছাড়ানোর চেষ্টার সময় পুলিশ আবদুল বারীর ওপর চড়াও হয়। জিআরপি থানার ওসি গৌরচন্দ্র মজুমদারের উপস্থিতিতে পুলিশ স্টেশনের প্লাটফরম এলাকায় মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে বেদম পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ময়মনসিংহে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *