ঈদের আনন্দ থেকে কেউ যেন বাদ না পড়েন
অবশেষে বহুল প্রতীক্ষার ঈদ কড়া নাড়ছে দরজায়। আনন্দে উচ্ছসিত অধিকাংশ মানুষ। যদিও হয়তো নানা দূর্যোগ, দূর্ভোগ, মহামারীতে বিপর্যস্ত অনেকেই। ঈদের আনন্দ থেকে তারা যেন কোনভাবেই বাদ না পড়েন। এটা নিশ্চিত করা সকলের দায়িত্ব। এই ঈদ বিপর্যস্ত মানুষগুলোর কষ্টগুলোকে মুছে দেওয়ার জন্য একটি অত্যন্ত ভালো উপলক্ষ্য হতে পারে। আমাদের সকলেরই উচিত এই মুহুর্তে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। কুরবানি আমাদের যে ত্যাগের শিক্ষা দেয় তা বাস্তবিক অর্থে প্রয়োগের জন্য এমন মুহুর্তকে কাজে লাগানো আমাদের সকলেরই প্রয়োজন।
Please follow and like us: