সাপের ছোবলে মৃত্যু, পানিতে জানাযা, ঘরের মেঝেতে দাফন
দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে নিজ ঘরে বিষাক্ত সাপের ছোবলে ইন্তেকাল করেছেন মজিবুর রহমান। চারদিকে থৈ থে পানিতে সামান্য শুকনো জায়গা না থাকায় হাঁটু পানিতেই সারতে হয়েছে তার জানাযা। আর লাশ দাফন করা হয়েছে ঘরের মেঝেতে।
গত ১৮ জুলাই শুক্রবার নিজ ঘরে সাপের ছোবলে মৃত্যুবরণ করেছিলেন তিনি।
ছবি- রশিদুল আলম সিকদার।