দেশজুড়ে

ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকিয়ে শ্রীপুরে বিক্ষোভ, সব আন্ত:নগরের স্টপেজ দাবি

আজ সোমবার বেলা ১১টা থেকে কয়েকশত লোক শ্রীপুর রেলক্রসিং ও শ্রীপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে শ্রীপুর স্টেশনে সব আন্ত:নগরের স্টপেজ দাবি করে কর্মসূচি শুরু করেন। এসময় সেখানে আটকিয়ে রাখা হয় ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। এসময় তীব্র ভোগান্তিতে পড়ে ট্রেনের যাত্রীরা।

স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারি থেকে শ্রীপুর রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হচ্ছে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, অবরোধের কারণে বেলা ১১টা থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুরে আটকে ছিল। এ ছাড়া কাওরাইদ, রাজেন্দ্রপুর ও আশপাশের বিভিন্ন স্টেশনে অন্যান্য ট্রেন থেমে ছিল। বেলা ২টায় অবরোধ তুলে নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে রেল কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।

 

ফিচার ইমেজ: সময়ের আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *