বাহাদুরাবাদে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিশু খাদ্য, সবজি বীজ ও মুরগি বিতরণ
জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এইচ এস বিসি ব্যাংকের অর্থায়নে ও সাজেদা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ ২০ জানুয়ারি বুধবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় শিশুখাদ্য, বীজ , ও মুরগী বিতরণ করা হয়।
বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাকিরুজ্জামান রাখাল জানান, আজ আমার ইউনিয়ন পরিষদের ২০০ পরিবারের মাঝে ১২ টি করে মুরগী, টমেটো, বেগুন, সিম ও ঢেরস বীজ বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা, স্থানীয় ইউপি মেম্বার সুজা মিয়া, তারা মিয়া, মহিলা ইউপি সদস্য মাজেদা বেগম বাঙালি সহ দুই শতাধিক সুবিধাভোগী। বিভিন্ন সূত্রে জানা যায়, গ্রামীণ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে সাজেদা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে এসব আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে।