ইসলামপুরে অবৈধ বালু তোলার মেশিন পোড়াল ভ্রাম্যমান আদালত
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মিজানুর রহমানের নেতৃত্বে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ ঘাটে দুইটি স্পটে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের মেশিন জব্দ ও করে ভ্রাম্যমান আদালত । পরে উক্ত মেশিন ও বালু উত্তোলনের পাইপ বিনষ্ট করা হয়।
উত্তোলিত সকল বালু ইউনিয়নের চেয়ারম্যানের আওতায় জিম্মা দেয়া হয়। পরে নিলামের মাধ্যমে জব্দকৃত বালু বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানিয়েছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মিজানুর রহমান ।
এসময় ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব কর্মকর্তা রেজাউল করিম, ইসলামপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ।