সাহিত্য

এরশাদ জাহানের একগুচ্ছ কবিতা

ঘড়ি

ঘড়িটা টিকটিক টিকটিক বাজছে

ঘড়িটা মূলত টিকটিক টিকটিক কাঁদছে

ঘড়িটাকে দেয়াল থেকে নামিয়ে রাখবে?

দেখবে তোমার বুকের ভিতরেই তখন বাজছে

টিকটিক টিকটিক টিকটিক…

 

আয়না

.

মেয়েটা আয়নার গুরুত্ব বুঝে

বেসিনের সামনে আয়না

বাথরুমের ভেতরে আয়না

বেডরুমের আয়নাটাও

দরজার পাশ ঘেঁষে রাখা

যেন বিদ্যুৎ চলে গেলেও

বাইরের আলোতেই দেখা যায় মুখ

আয়না পাগল মেয়েটা কেবল জানে না

সে নিজেই কারো আয়না হয়ে গেছে!

 

ঠিকার খুঁটি

.

ঘর নড়বড়

বাহিরে ঝড়

উথালপাথাল হাওয়া

যাকে তুমি ভাবছো নেহাত

ঠিকার খুটি;

সামান্যতর চাওয়া!

মূলত তো—

সেই

ভিত্তি সকল খুঁটির

সেই নয় কি

নুইয়ে পড়ার

দিনে পরম পাওয়া?

 

অসমাপ্ত স্বপ্ন

.

ঘুমের ভেতর স্বপ্ন দেখছি তোমায়

ঘুরেফিরে সেই তোমার ফিরে আসা

গল্পে গল্পে ফুরিয়ে আসছে রাত

সুবহে সাদিক দুয়ারে নাড়ছে কড়া

কপাট খুলতেই দেখি তোমার মুখ

আলতো করে চিবুক ছুঁয়ে দিয়ে

বুকে নিতে যেই বাড়াব হাত

ধর ধর আওয়াজ অকস্মাৎ

ঘুম ভেঙে যায়, শুনি—

প্রতিবেশির মুরগী গেছে খোয়া!

আর আমিটা স্বপ্নের ছেঁড়া পালক খুঁটে খুটে

ভাবি—যেন মুরগী তো নয়

এই আমারই অসমাপ্ত স্বপ্নখানি নিয়ে

পালিয়ে গেছে চোট্টা চতূর শেয়াল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *