জামালপুর

জামালপুর সদরের সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান মো. আবুল কালাম আজাদ। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ। সেই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপকর্মের হোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।”

তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

আবুল কালাম আজাদ গত ৩ আগস্ট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোটাবিরোধী ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। এরপর ৪ আগস্ট জামালপুর নতুন হাইস্কুল মোড়ে ছাত্রদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালায়।  

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *