মাঝপথে বন্ধ দুরমুঠ-নিলক্ষিয়া সড়কের কাজ: তিন বছরের ভোগান্তি
জামালপুরের ইসলামপুর উপজেলার দুরমুঠ-নিলক্ষিয়া সড়কের ছয় কিলোমিটার নির্মাণকাজ মাঝপথে বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যে পরিমাণ কাজ হয়েছে, তাও নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে অনেক স্থানে নির্মাণ করা সড়ক ধসে গেছে। প্রায় সাড়ে তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিস্তারিত পড়ুন দেশ রুপান্তরে…
জামালপুর বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোকে পাঠকের হাতের নাগালে আনার প্রয়াসে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে জামালপুর বিষয়ক সংবাদগুলোকে জামালপুর বার্তায় সংযুক্ত করে সংশ্লিষ্ট ওয়েবে রেফার করা হয়। এসময় সংশ্লিষ্ট ওয়েবের ক্রেডিট ও সংশ্লিষ্ট রিপোর্টের মূল লিংক হাইপারলিংক করা হয়ে থাকে। এই রিপোর্টগুলোর সাথে জামালপুর বার্তার কোন সংশ্লিষ্টতা নেই।
Please follow and like us: