দেওয়ানগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
আজ সোমবার দেওয়ানগঞ্জ বাজারে এক অভিযানে চার মামলায় ১৩ শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ । মাস্ক পরিধান না করে ঘুরে বেড়ানোয় এ চারটি মামলা দেওয়া হয় এবং ১৩ শত টাকা জরিমানা করা হয়। বিকেল ৪.৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে বাজারের সড়ক দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। পার্কিং স্থান দখলমুক্ত করার বিষয়ে দোকানদারদেরকে সচেতন করেন অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবেই এই অভিযান চলছে যা অব্যাহত থাকবে। এ সময় তার সাথে ছিলেন কালের কন্ঠের প্রতিনিধি তারেক মাহমুদ, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, এমটিভি প্রতিনিধি রিয়াদ হাসান, পল্লীর আলো প্রতিনিধি এস এম দেলোয়ার প্রমুখ।